মস্কোয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, যুদ্ধবিরতি আলোচনায় বসেছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো পৌঁছেছেন। রাশিয়ার রাজধানীতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের আগমন ঘটেছে, এমনটাই জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।
আগে, ক্রেমলিন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাদের সাথে আলোচনার জন্য বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, একদিন আগে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সাথে ফোনে আলোচনা করেছেন।
শান্তির আলোচনার দিকে পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে কিয়েভ সাময়িক ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর পরপরই মার্কিন কূটনীতিকরা রাশিয়ার সাথে আলোচনার জন্য মস্কো যান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে মন্তব্য করেন, 'এখন বল পুরোপুরি রাশিয়ার কোর্টে।' তিনি বলেন, শান্তি আলোচনা ছাড়া এই যুদ্ধের সমাধান সম্ভব নয়।
ক্রেমলিন জানিয়েছে, তারা যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে এবং এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনালাপ হতে পারে।
ইউক্রেন যুদ্ধ : মস্কো ও ওয়াশিংটনের উত্তপ্ত আলোচনা
জেদ্দার বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের দায়িত্বে।
এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইতিবাচক সঙ্কেত পেয়েছেন। তবে তিনি সতর্ক করেছেন, এটি একমাত্র ইতিবাচক খবর নয়, এটি একটি গুরুতর পরিস্থিতি।
এ সপ্তাহের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে তীব্র বাক-বিতণ্ডা হয়। সেই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও আলোচনার অংশ ছিলেন। এর ফলস্বরূপ, ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দেন এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করেন।
রাশিয়ার পাল্টা পদক্ষেপ: পুতিনের কুরস্ক সফর
যুদ্ধবিরতি আলোচনা চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্ক সফর করেন। এই অঞ্চলে রুশ বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অগ্রগতি অর্জন করেছে এবং পাঁচটি গ্রাম দখল করেছে বলে মস্কো দাবি করেছে।
ক্রেমলিন জানায়, পুতিন কুরস্কের একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন এবং সেনাবাহিনীকে নির্দেশ দেন যেন কুরস্ক অঞ্চল পুরোপুরি মুক্ত করা হয়।
যদিও যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়, পশ্চিমা কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta