‘নির্বাচন দিতে সরকারের যত দেরি হবে, হাসিনার তত সুবিধা হবে’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সরকার যত দেরি করবে নির্বাচন দেওয়ার, ততই শেখ হাসিনার সুবিধা বাড়বে।’
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার যত দেরি করবে নির্বাচন দেওয়ার, ততই হাসিনার জন্য তা সহায়ক হবে। শেখ হাসিনার কাছে সবকিছুই আছে, কিন্তু ১৮ কোটি মানুষের জন্য কিছুই নেই। শেখ হাসিনা দেশের স্বার্থ বিক্রি করেছেন।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অন্ধকার অস্তিত্ব, ‘কিছু লোক আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করছে। এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত থাকবে, কারণ তাদের হাতে প্রচুর টাকা, অস্ত্র এবং ঢাকার মধ্যে লুকানোর জন্য লোকের অভাব নেই।’
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta