নির্বাচন নিয়ে রাজনৈতিক কুয়াশা সৃষ্টি করা হয়েছে : আব্দুস সালাম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সাত মাস পার হয়ে গেলেও নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করা হচ্ছে। সবাই আমাদের কাছে নির্বাচন কখন হবে, কীভাবে হবে, এই প্রশ্ন করছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।
বুধবার রাজশাহী মহানগরের সিঅ্যান্ডবির মোড়ে অবস্থিত একটি হোটেলে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, আমরা ১৭ বছর ধরে লড়াই করছি। এখনো ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কিছু গোষ্ঠী বিএনপিকে দায়ী করে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। তবে বিএনপি সরকারে না থেকেও দেশের প্রতি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta