শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশের জনগণ : জামায়াত আমীর
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল আর দেখতে চায় না দেশের জনগণ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার রাজধানী পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এ সময় জামায়াত আমির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের আশা এখনো পূর্ণ হয়নি। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনের সকল অবদানকে সম্মানিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কারও তালিকা প্রকাশ করেনি।
তিনি আরও বলেন, ভালো কাজগুলোকে আরও ত্বরান্বিত করতে কাজ করা হচ্ছে।
পুলিশের উপর হামলার নিন্দা জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও সক্রিয় হয়েছে, তাদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta