এনবিআর দুটি অংশে বিভক্ত হবে, ঈদের আগেই আসবে অধ্যাদেশ : চেয়ারম্যান
ঈদের আগেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুটি বিভাগের মধ্যে বিভক্ত হয়ে নতুন অর্থবছরের প্রথম থেকে কার্যক্রম শুরু করবে।
আজ বুধবার ‘আয়কর আইন, ২০২৩: সংস্কার ও প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাকে গতকাল (মঙ্গলবার) ডেকেছেন এবং জানিয়েছেন, ঈদের আগেই অধ্যাদেশ হয়ে যাবে এবং জুলাই থেকে কার্যকর হবে। আমরা দ্রুত এটি কার্যকর করার চেষ্টা করছি এবং যতটুকু সম্ভব দ্রুত শুরু করব। যেসব বিবাদ থাকবে, সেগুলোর সমাধান পরবর্তীতে করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এনবিআর দুটি ভাগে বিভক্ত হলে সেখানে কারা কাজ করবেন এবং কিভাবে কাজ হবে, সেই বিষয়টি তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, কিছু বিশেষজ্ঞও এখানে থাকবেন, বিশেষ করে অর্থনীতি, ফাইন্যান্স এবং গবেষণা বিভাগের লোকজন।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় অভিজ্ঞরা মূলত এই কাজগুলো করবেন এবং তাদের সঙ্গে সহায়ক হিসেবে অন্যান্যরা কাজ করবেন। আমরা আইন অনুসরণ করে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই কাজ সম্পাদন করব।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta