আরও ৩ ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ পুলিশের ৮৮টি সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের রুলকে যথাযথ ঘোষণা করে রায় প্রদান করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি এবং তার সহকর্মী মো. মনিরুল ইসলাম মিয়া।
রিটকারীদের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া সংবাদমাধ্যমে জানান, এই রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ৮৮টি সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, ২০২৩ সালের ৩ মে পুলিশ বাহিনীর নন-ক্যাডার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদনপত্র পূর্ণ করে চাকরিপ্রার্থীরা ওয়েব স্ক্রিনিং পাস করেন এবং ৬ থেকে ৮ জুন শারীরিক পরীক্ষায় অংশ নেন। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে ৫৮৩৯ জন উত্তীর্ণ হন এবং পরে কম্পিউটার টেস্টের মাধ্যমে ৫০৩১ জন সফল হন।
পরবর্তীতে ১৯ আগস্ট থেকে ১০ অক্টোবর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৩ অক্টোবর ৫০৩১ জনের মধ্যে ৯২১ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। ১৭ থেকে ২৩ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার পর ৮৫৭ জন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হন। তবে ৪ নভেম্বর রাজশাহীর সারদা মৌলিক প্রশিক্ষণে ৮২৩ জন যোগদান করেন।
বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ ও অন্যান্য সূত্র থেকে জানা যায়, সারদায় আবাসন সংকটের কারণে ৯২১ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হলেও, ৮২৩ জন যোগদান করেন, ফলে শূন্যপদ পূর্ণ হয়নি। অনেক সফল প্রার্থী সুপারিশ পাননি।
এর পর, ৮৮ জন প্রার্থী, যারা মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত নির্বাচিত হননি, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটের শুনানি শেষে হাইকোর্ট ১৭ ডিসেম্বর রুল জারি করে এবং চলমান অবস্থায় ১ ফেব্রুয়ারি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৮৮ জন রিটকারীরা পুলিশ মহাপরিদর্শক বরাবরে ৮৮টি পদ সংরক্ষণের আবেদন করেন।
আবেদন নিষ্পত্তি না হওয়ায়, হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয় এবং ১৫ মে এর শুনানি শেষে হাইকোর্ট পুলিশের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৮৮টি পদ সংরক্ষণের নির্দেশ দেয়।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta