রমজানে লাইজলের নতুন পদক্ষেপ: তৃতীয়বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’
দুই বছরের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এই ক্যাম্পেইনটি দেশের ১০০টি মসজিদ পরিষ্কার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে মুসল্লিদের জন্য মসজিদে উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং ব্র্যান্ডটির জনকল্যাণের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শিত হচ্ছে।
এই ক্যাম্পেইনটি শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। পুরো রমজান জুড়ে, দেশের সাতটি বিভাগের ১০টি করে মোট ৭০টি মসজিদ পরিষ্কার করা হবে। ঢাকার ৩০টি মসজিদও এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। লাইজেলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে অংশগ্রহণ করছেন।
রমজান মাসে মসজিদগুলো নামাজ, ইফতার ও সেহরিতে মুসল্লিদের ভিড়ে পূর্ণ থাকে, তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজান নয়, মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতা নিশ্চিত করতে লাইজল এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন প্রদান করছে। এ ছাড়া, প্রত্যেক মসজিদে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স বিতরণ করা হচ্ছে।
‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ ক্যাম্পেইনটি লাইজলের পরিচ্ছন্নতা সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার জন্য একটি উদ্যোগ। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন বলেছেন, ‘গত দুই বছর এই উদ্যোগটি অত্যন্ত ভালো সাড়া পেয়েছে, যা এর গুরুত্ব প্রমাণ করে। তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইন বাস্তবায়নের মাধ্যমে আমরা মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করার সুযোগ দিতে চাই।’
রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘রেকিট বিশ্বাস করে যে আমাদের ব্র্যান্ডগুলোর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘পরিচ্ছন্নতায় পবিত্রতার’ মাধ্যমে লাইজল শুধু হাইজিনের প্রচারই করে না, বরং পরিষ্কার-পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়তেও মানুষকে অনুপ্রাণিত করছে। এই ক্যাম্পেইনটি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।’
লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপী হাইজিন, স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করে। উদ্ভাবনী পণ্য এবং উদ্যোগের মাধ্যমে জীবনমান উন্নত করার পাশাপাশি রেকিট বেনকিজার সবসময় সামাজিক কল্যাণে অগ্রাধিকার দেয় এবং বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta