মার্চের প্রথম ৮ দিনেই এসেছে ৮১ কোটি ডলার রেমিট্যান্স
মার্চের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর ফলে প্রতিদিন গড়ে ১০ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, মার্চের প্রথম ৮ দিনে মোট এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।
এই সময়ের মধ্যে ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক রয়েছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স, আর ১ মার্চ এসেছে ৩ কোটি ৮০ লাখ ডলার।
চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ৮ দিনে প্রবাসী আয় ছিল যথাক্রমে ৬৭ কোটি ১০ লাখ ডলার ও ৫৩ কোটি ৫২ লাখ ডলার। ফলে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্থপাচার ও হুন্ডি লেনদেন কমে এসেছে। পাশাপাশি, এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে খোলাবাজারের সমান মূল্য পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধপথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করেও রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta