ওয়ালটনের নতুন স্মার্টফোন 'জেনন এক্স৯১' বাজারে উন্মোচন
দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন তাদের ‘জেনন’ সিরিজের নতুন মডেল ‘জেনন এক্স৯১’ বাজারে আনছে।
দৃশ্যমান আকর্ষণীয় ডিজাইনে তৈরি এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি ক্যামেরা এবং ৬ ন্যানোমিটারের হিলিও জি১০০ প্রসেসর। ফোনটি বর্তমানে গ্রাফাইট গ্রে রঙে বাজারে উপলব্ধ।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, দেশের সমস্ত ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুমে নতুন এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। এছাড়া, ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম (https://waltonplaza.com.bd/) এবং (https://waltondigitech.com) থেকেও এই ফোনটি কেনা যাবে। ভ্যাট ছাড়া ফোনটির মূল্য ৩০,৯৯৯ টাকা।
এই ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস থ্রি-ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্জ। সেলফি enthusiasts এর জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে ২৪ জিবি র্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ পর্যন্ত আপডেট সাপোর্ট করবে। ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পেতে পারেন। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে মালি-জি৫৭ এমসি২। এছাড়া ফোনটিতে রয়েছে চ্যাটজিপিটি, জেমিনি এআই, কো-পাইলট এবং ডিপসিকের মতো এআই ফিচার।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta