দেশের বাজারে উন্মুক্ত হলো দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের স্মার্টফোন 'অপো এ৫ প্রো'
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে দীর্ঘস্থায়ী ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করা হয়েছে।
নতুন এই স্মার্টফোনের ‘প্রোডাক্ট অ্যাম্বাসেডর’ হিসেবে এই ডিভাইসের সঙ্গে রয়েছেন- ‘অলরাউন্ডার’ মেহেদী হাসান মিরাজ। ‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন, যা আন্তর্জাতিক সার্টিফিকেশনের পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফল হয়েছে।
‘অপো এ৫ প্রো’ স্মার্টফোনে রয়েছে ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ এর তিন স্তরের নিরাপত্তা, যা ফোনটিকে পানি, ধুলো এবং ‘হাই প্রেশার স্প্রে’ এর মতো প্রতিকূল অবস্থায় নিরাপত্তা প্রদান করে। ‘অপো এ৫ প্রো’ এর ওয়াটারপ্রুফিং সিস্টেমে সিলিকন রিংস এবং অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যা সাইড অপেনিং বন্ধ করে এবং এয়ার টাইট ব্যারিয়ার তৈরি করে।
স্মার্টফোনটিতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স রয়েছে, যা ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্টে পাশ করেছে, অর্থাৎ এটি কঠিন পরিবেশেও কার্যকরী। এছাড়া এই ফোনে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস, যা ১৬০ শতাংশ বেশি ড্রপ প্রটেকশন প্রদান করে।
এই ডিভাইসটির ‘এআই ইরেজার ২.০’ ফিচার ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলতে সাহায্য করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ প্রতিফলন দূর করে, এবং ‘এআই আনব্লার’ ফিচার অস্পষ্ট ছবি স্পষ্ট করতে সাহায্য করে। পাশাপাশি ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ছবির স্বচ্ছতা বৃদ্ধি করে এবং ‘এআই স্টুডিও’ সৃজনশীল ছবি তৈরি করতে ব্যবহারকারীদের সহায়তা করে। এছাড়া ‘এআই স্মার্ট ইমেজ মেটিং ২.০’ অ্যালবামের ডিজিটাল কনটেন্টগুলো একক ট্যাপের মাধ্যমে শেয়ার ও কাস্টমাইজ করার সুযোগ দেয়।
‘অপো এ৫ প্রো’-তে ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা পরিষ্কার, নিখুঁত এবং প্রকৃত ছবি তুলতে সাহায্য করে।
এই স্মার্টফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট সুপারফাস্ট চার্জিং সিস্টেমের সাথে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৭৬ মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ হয়ে যায়। আগের মডেলের তুলনায় ১০ শতাংশ বেশি ব্যাটারি ক্ষমতা থাকায় এটি ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক এবং ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক প্রদান করে। এছাড়া ডিভাইসটি দিয়ে একবার চার্জে ৭.৩ ঘণ্টা পর্যন্ত একটানা ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ গেম খেলা যায়।
‘অপো এ৫ প্রো’ (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন এবং মোকা ব্রাউন রঙে উপলব্ধ। এটি ১৩ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে এবং এর মূল্য ২৩,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের স্থায়িত্ব এবং প্রিমিয়াম ফিচার প্রদান করবে।”
“আমি বিশ্বাস করি, ডিভাইসটি উন্নত প্রযুক্তি এবং টেকসইতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের নতুন মানদণ্ড স্থাপন করতে সক্ষম।”
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta