অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী নাদিয়ার স্বামী আটক
জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের কারণে নির্দোষ ব্যক্তিদের ধর্ষণ মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌর শহরের ৭নং ওয়ার্ডের লোকজনের উদ্যোগে পৌরসভা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপর বিক্ষোভকারীরা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা, মোখলেছ, ইলিয়াস, মোস্তফা, বানেছা বেগম ও রেনুসহ আরও অনেকেই বক্তব্য দেন।
বক্তারা বলেন, "পলবান্ধা ভাটিপাড়া থেকে হারিয়ে যাওয়া এক প্রতিবন্ধী মেয়েকে কে বা কাহার ধর্ষণ করেছে, তা আমরা জানি না। তবে ওই মেয়ের পরিবার নির্দোষ ব্যক্তিদের আসামি করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে, ঘটনার সঠিক তদন্ত করে নির্দোষদের ধর্ষণ মামলায় জড়ানো থেকে বাঁচানো হোক।"
বিক্ষোভ সমাবেশ শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেয়।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta