থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি?
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তিনি শোবিজ থেকে বিদায় নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। গত শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে তাঁর দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে একটি বড় ইফতার পার্টির আয়োজন করা হয়।
এতে প্রায় ৩,০০০ মানুষকে ইফতার করার সুযোগ দেওয়া হয় এবং ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বিজয় ইসলামি পোশাকে সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন। তাঁকে মোনাজাতেও অংশ নিতে দেখা যায়। তার এই ছবি ও ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এটি দেখে ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, থালাপতি বিজয় রোজা রেখেছিলেন এবং ইফতার করে নামাজে অংশ নেন। এসব দেখে গুজব ছড়িয়েছে যে, থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে, এই দাবি মিথ্যা। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ছড়ানো সব খবর অবাস্তব এবং ভিত্তিহীন। কোনও বিশ্বস্ত সূত্র এই দাবিকে সমর্থন করেনি।
ভারতের ফ্রি প্রেস জার্নাল, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)সহ বিভিন্ন সংবাদমাধ্যমে ইফতার পার্টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও, থালাপতি বিজয়ের ধর্ম পরিবর্তনের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
অনেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন, দাবি করে যে বিজয় রাজনৈতিক উদ্দেশ্যে রমজানকে টার্গেট করে প্রচারণা চালাচ্ছেন।
প্রসঙ্গত, থালাপতি বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে এককভাবে নির্বাচন করতে চান।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta