কল করতে বললেন শেখ সাদী, ফোনে টাকা নেই পরীমণির
আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি, শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন পরীমণি। সেই পোস্টের মন্তব্যে শেখ সাদী পরীকে জানান, যদি খাবার খেতে কষ্ট হয় তবে যেন তিনি তাকে ফোন করেন। জবাবে পরীমণি জানান, তার ফোনে কল দেওয়ার মতো ব্যালেন্স নেই।
শেখ সাদী মন্তব্যে লেখেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহর খুব প্রিয়। আমার মনে হয়, এই বিষয়টি আপনি নিজেও অনুভব করতে পারেন। আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং তিনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা রেখেছেন।’
তিনি আরও লেখেন, ‘নিজেকে কখনো একা ভাববেন না। যার সাথে আল্লাহ থাকেন, তার আর কিছু দরকার হয় না। আপনার হাসি ধরে রাখার জন্য আল্লাহ আপনাকে সাহিম ও প্রিয়মকে দিয়েছেন।’
তার কথায়, ‘আপনাকে এত সুন্দর হাসি দিয়েছেন, এটি বৃথা যেতে দেবেন না। সবসময় হাসিখুশি থাকুন, জীবন উপভোগ করুন। এরপরও যদি খেতে কষ্ট হয়, তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন করুন।’
এরপর পরীমণি মজা করে লেখেন, ‘শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে সোনা।’ তাদের এই মন্তব্যের পর নেটিজেনরা নানা জল্পনা-কল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta