হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ার কারণে অ্যাডমিনকে হত্যা
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একজন সদস্যকে সরিয়ে দেওয়ার কারণে খুন হয়েছেন গ্রুপের অ্যাডমিন। পাকিস্তানের পেশোয়ার শহরের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। এতে একজন ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
শনিবার (৮ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, পেশোয়ারে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ার ঘটনায় গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর মুশতাক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। নিহত মুশতাক আহমেদ ছিলেন গ্রুপের অ্যাডমিন।
জিও নিউজ জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাককে গুলি করে হত্যা করা হয়। এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী হওয়ায় সহিংসতার জন্য পরিচিত।
পুলিশ এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হত্যার ঘটনায় আশফাক নামের এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। মুশতাকের ভাই জানিয়েছেন, বিতর্কের পর মুশতাক আশফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেন।
তিনি আরও বলেন, উভয় পক্ষই দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আশফাক একদিন বন্দুক নিয়ে এসে মুশতাককে গুলি করে হত্যা করেন। তার বক্তব্য অনুযায়ী, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায়’ আশফাক রেগে গিয়েছিলেন, যা হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta