প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন দিগন্ত উন্মোচনে ভিভো ভি৫০ ফাইভ জি এলো
অফিশিয়ালি প্রকাশিত হলো ভিভো ভি সিরিজের সবচেয়ে আধুনিক পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। 'ভিভো ভি৫০ ফাইভ জি' নামের এই স্মার্টফোনটির প্রধান আকর্ষণ হলো জাইসের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এতে পাওয়া যাবে প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফির সুবিধা।
ক্যামেরার কার্যক্ষমতা ছাড়াও ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।
ফোনটির সব ক্যামেরাই জাইসের ৫০ মেগাপিক্সেলের, যা পেশাদার মানের ছবি ধারণে সহায়ক। বিশেষত, এর ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫" সুপার-সেন্সিটিভ বড় সেন্সর দিয়ে দুর্দান্ত লাইট ক্যাপচার করতে সক্ষম। ফোনটিতে রয়েছে জাইসের মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা ২৩ মি.মি., ৩৫ মি.মি. বা ৫০ মি.মি. ফোকাল লেন্থে পোর্ট্রেট শট নেওয়ার সুযোগ দেয়। এর ফলে প্রতিটি ছবি আরো প্রিমিয়াম ও পেশাদার দেখাবে। এছাড়াও সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন রয়েছে, যা হাতে নড়া হলেও রাতে তোলা ছবি পরিষ্কার রাখবে।
ফোনে রয়েছে এআই অরা লাইট পোর্ট্রেট, যা ১৪৩ গুণ আল্ট্রা-সফট ফিল লাইট ব্যবহার করে স্টুডিও-লেভেলের লাইটিং নিশ্চিত করে। এতে ফোর কে ভিডিও রেকর্ডিং, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার রয়েছে। ভিভো ভি৫০ এর পোর্ট্রেট মোডে পেশাদার লেন্সের স্পেশাল বোকে (ব্লার) ইফেক্ট ছবির বিষয়বস্তুকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। নতুন প্রযুক্তির কারণে স্মার্টফোনটিতে তোলা বড় গ্রুপ সেলফিও থাকবে স্পষ্ট ও নিখুঁত।
স্মার্টফোনের ডিজাইনেও নতুনত্ব যোগ করেছে ভিভো ভি৫০ ফাইভ জি। এতে রয়েছে আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা ব্যবহারে খুবই আরামদায়ক। স্মার্টফোনটি স্ট্যারি ব্লু ও স্যাটিন ব্ল্যাক রঙে পাওয়া যাবে। স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে, যা খালি চোখে থ্রিডি ইফেক্ট সৃষ্টি করে।
স্যাটিন ব্ল্যাক রঙ চিরন্তন স্টাইল ও অভিজাত সৌন্দর্য প্রদর্শন করে। ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ ব্যাকআপ দেয়। মাত্র ১০ মিনিট চার্জে ৬ ঘণ্টা টকটাইম উপভোগ করা যাবে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে। এতে কোয়ালকম স্নাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, আইপি৬৮-৬৯ ডাস্ট ও ওয়াটার রেসিস্টেন্স, গুগল জেমিনি, এআই ট্রান্সস্ক্রিপ্ট, লাইভ টেক্সটের মতো আধুনিক ভিভো স্মার্ট এআই ফিচার রয়েছে।
১২জিবি র্যাম ও ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম এবং ২৫৬ জিবি রম সহ স্মার্টফোনটির দাম ৬২,৯৯৯ টাকা। সব মিলিয়ে ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনটির আধুনিক ক্যামেরা প্রযুক্তি এবং প্রিমিয়াম ডিজাইন ক্রেতাদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta