ছেলেটির সঙ্গে প্রেম করার সময় তার কিছুই ছিল না : অহনা
ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। ২০২৪ সালে তার জীবনে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। সম্প্রতি অহনার মুখে প্রেম নিয়ে অবিশ্বাস এবং ভয়গ্রস্ততার কাহিনি শোনা গেছে। তার জীবনের এক বিশেষ অভিজ্ঞতার কারণে নাকি প্রেমের প্রতি তার মনোভাব পরিবর্তিত হয়েছে।
ভক্তরা প্রশ্ন করেছেন, তাহলে কি অহনা প্রেমে প্রতারিত হয়েছেন? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি প্রতারিত হননি, তবে তার প্রেমের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। তাই বর্তমানে তিনি সম্পর্ক নিয়ে বেশ ভয়াবহ অনুভব করেন।
অহনা জানান, কোভিড-১৯ এর সময় তিনি একটি সম্পর্কের মধ্যে ছিলেন। কিন্তু এক সময় সেই সম্পর্কের ইতি ঘটে। পরে এক বছর পর আবারও সেই ব্যক্তির সঙ্গে প্রেমে জড়ান অহনা। তবে এবার তার অভিজ্ঞতা ছিল আরও কষ্টকর।
অহনার ভাষায়, ‘ছেলেটি আমাকে প্রেমে জড়িয়ে নিতে প্রায় ৭ বছর চেষ্টা করেছে। যখন আমি তার সঙ্গে প্রেম করতে শুরু করি, তখন তার কিছুই ছিল না। সে ছিল একদম শূন্য। সেই ব্যক্তির সঙ্গেই আমি সম্পর্ক তৈরি করি। তাকে আমি সব সময় উৎসাহিত করেছি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একসময় আমাদের সম্পর্ক ভেঙে যায়।’
ব্রেকআপের পর অহনা বলেন, ‘তিন বছর আমি কোনো কাজ করিনি। পরে আবার সেই ছেলের সঙ্গে যোগাযোগ হয় এবং আমরা আবার কথা শুরু করি। কিন্তু কিছু সময় পর মনে হল, আমি আবারও একই ভুল করেছি।’
অহনা তার প্রেমিকের নাম প্রকাশ করেননি এবং তাদের বিচ্ছেদের কারণও স্পষ্ট করেননি। তবে তার কথায় এটা পরিষ্কার, প্রেমের খারাপ অভিজ্ঞতার জন্য তিনি এখন নতুন কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী নন।
অহনা ২০০৭ সালে অভিনয়ে যাত্রা শুরু করেন। নবম শ্রেণিতে থাকাকালীন তিনি একটি সিনেমায় অভিনয় করেন। তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ হলো ‘প্রবাসীর স্ত্রী’ নাটক, যেখানে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূ অহনার জীবনচিত্র ফুটে উঠেছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta