চাঁদে বাস করা আমাদের ধারণার তুলনায় আরও সহজ হতে পারে, বলছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা দাবি করছেন, চাঁদে অনুসন্ধান এবং সেখানে বসবাস করা আমাদের পূর্ব ধারণার তুলনায় অনেক সহজ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে, যা ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় দেখা গেছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের ঠিক পৃষ্ঠের নিচে বরফ থাকতে পারে, এবং এর পরিমাণ বিজ্ঞানীদের পূর্ব ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে। এই বরফকে পানিতে পরিণত করা হলে, এটি চাঁদে অনুসন্ধান এবং বসবাসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে, চাঁদের কতটা অংশে পানি থাকতে পারে, তা এখনো পরিষ্কার নয়।
বরফের উপস্থিতি এবং চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার মধ্যে সম্পর্কও খতিয়ে দেখা হয়েছে। তবে, ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের নাসা’র অ্যাপোলো মিশনে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ নামক বিজ্ঞানভিত্তিক জার্নালে। গবেষকরা বলছেন, অ্যাপোলো মিশনের সময় চাঁদের বিষুবরেখার কাছাকাছি অবতরণ করা হয়েছিল, যা বর্তমান চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের তুলনায় অনেক দূরে অবস্থিত। ওই অঞ্চলে চাঁদের পৃষ্ঠের ঢাল তাপমাত্রায় তেমন প্রভাব ফেলেনি।
এখন নতুন ‘চ্যাস্টে’ পরিমাপ ব্যবস্থার মাধ্যমে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। ‘চ্যাস্টে’ হলো ‘চন্দ্রযান ৩’-এর ‘বিক্রম’ ল্যান্ডারের তাপমাত্রা পরিমাপ করার পরীক্ষা। ২০২৩ সালে ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের প্রান্তে পৌঁছেছিল।
গবেষকরা চাঁদের পৃষ্ঠের ঢালু ও সমতল উভয় অংশ পর্যালোচনা করেছেন। তাদের মতে, এমন কিছু স্থান পাওয়া যেতে পারে, যেখানকার তাপমাত্রা বরফ জমানোর জন্য যথেষ্ট ঠাণ্ডা। এমন জায়গাগুলি চাঁদে পাওয়া যেতে পারে, যেখানে নাসার আসন্ন আর্টেমিস মিশন অবতরণের পরিকল্পনা করছে। এই মিশনের মাধ্যমে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। সূত্র: ইন্ডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta