মধ্য ভারতীয় গ্রামবাসী সিনেমা দেখে মুঘলদের গুপ্তধনের খোঁজ করল (ভিডিও)
ভারতীয় হিন্দি ভাষার ঐতিহাসিক সিনেমা ‘ছাবা’, যা মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি মুক্তির পর অল্প সময়ের মধ্যে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। শুধু আর্থিক সাফল্য নয়, সিনেমাটি দর্শকদের উপর ব্যাপক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে। কিন্তু, তার পরিণতি ছিল আরো বিস্ময়কর। সিনেমাটি দেখে, মধ্য ভারতীয় এক দল গ্রামবাসী গুপ্তধনের সন্ধানে মাটি খোঁড়ার কাজে নেমে পড়েছে! ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের আসিরগড় এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাতের অন্ধকারে হঠাৎ করেই টর্চলাইট ও শাবল হাতে মাটি খোঁড়া শুরু করে গ্রামবাসীরা। তাদের ধারণা ছিল, মাটি খুঁড়ে মুঘল আমলের কোন স্বর্ণমুদ্রা বা গুপ্তধন পাওয়া যেতে পারে। এমনকি, কয়েকজন দাবি করেছে ওই এলাকায় তারা স্বর্ণমুদ্রা দেখেছেন।
অন্যদিকে, ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানার অভিনীত ‘ছাবা’ সিনেমায় বুরহানপুরের নাম উল্লেখ করা হয়, যা গ্রামবাসীদের মধ্যে ধারণা আরও শক্তিশালী করেছে। ছবিতে মুঘলদের বাসস্থল হিসেবে বুরহানপুরকে চিত্রিত করা হয়, এবং সেই থেকেই তাদের মনে হয়েছে এখানে মুঘলদের গুপ্তধন লুকিয়ে থাকতে পারে। সিনেমা দেখে যন্ত্রপাতি নিয়ে তারা খোঁড়াখুঁড়ি শুরু করে।
জানা গেছে, দুর্গের চারপাশে খননকাজ একটানা চলে এবং মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করা হয়। এই ঘটনা এলাকায় জমির মালিকদের মধ্যে বিরক্তির সৃষ্টি করে। খবর পাওয়ার পর প্রশাসনও হস্তক্ষেপ করে।
অথচ, প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সেখানে গিয়ে খোঁড়াখুঁড়ি বন্ধ করার জন্য গ্রামবাসীদের অনুরোধ জানানো হয়। তারা গুপ্তধন পাওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়।
তবে, পিটিআই-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গ্রামবাসীরা শাবল, গাঁইতি ও কোদাল নিয়ে দুর্গের চারপাশে খননকাজ করছে। মেটাল ডিটেক্টরও নিয়ে এসেছে তারা। বুরহানপুরের এই অদ্ভুত ঘটনা এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে। সূত্র: সংবাদ প্রতিদিন।
গ্রামবাসীর গুপ্তধন খোঁজার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta