পর্যটকহীন কুয়াকাটা
সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় দৃশ্যের জন্য খ্যাত সাগরকন্যা কুয়াকাটা সৈকত এখন পর্যটকহীন। পর্যটকদের অনুপস্থিতিতে সৈকতজুড়ে নেমে এসেছে নীরবতা।
সৈকতের ছাতা ও বেঞ্চগুলো পড়ে রয়েছে খালি। দোকানিরা সকালে দোকান খুললেও সন্ধ্যার আগেই বন্ধ করে দেন। সারাদিনেও পর্যাপ্ত ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। পাশাপাশি, ফটোগ্রাফার, ভ্রাম্যমাণ বিক্রেতা ও ফিশ ফ্রাই বিক্রেতারা অলস সময় পার করছেন। দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের দেখা না মেলায় প্রকৃতিও যেন বিবর্ণ হয়ে পড়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে সাধারণত পর্যটকদের আনাগোনা কমে যায়। এর আগে কুয়াকাটার জিরো পয়েন্ট, তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকত।
হোটেল-মোটেল মালিকরা জানান, পর্যটক কম থাকায় কিছু কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে রমজানের শেষ দিকে ঈদের ছুটিতে অগ্রিম বুকিং শুরু হবে বলে আশা করছেন তারা।
সৈকতের ফটোগ্রাফার আল আমিন জানান, রমজান শুরু থেকেই সৈকত পর্যটকশূন্য। ক্যামেরা নিয়ে নামলেও সারাদিনে উপার্জন প্রায় শূন্য।
আচার বিক্রেতা জাকির হোসেন জানান, পর্যটক না থাকায় অনেক দোকান বন্ধ রয়েছে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রতি বছর রমজান মাসে পর্যটক কম থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ঈদের ছুটিতে হোটেল-মোটেলগুলোর ভালো বুকিং হবে বলে তিনি আশাবাদী।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, পর্যটক কম থাকলেও সৈকত ও দর্শনীয় স্থানগুলোতে তাদের টহল অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta