শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ
আগামী শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী শুক্রবার পর্যন্ত পর্যটকরা দ্বীপে ভ্রমণ করতে পারবেন।
প্রতি বছর সাধারণত ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে ভ্রমণ করেন, তবে এই বছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটনকাল নির্ধারণ করা হয়েছে।
সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী জানান, ‘এ ধরনের সংকট আগে কখনও সেন্টমার্টিনে হয়নি। পর্যটন বন্ধ হলে দ্বীপের বাসিন্দারা নানা সমস্যায় পড়বেন। এখানে বহু মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। তাই আমরা মানবিক দিক থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি উন্মুক্ত রাখার অনুরোধ করছি।’
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, ‘৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করবে, তবে এরপর আর পর্যটকবাহী জাহাজ চলবে না। যদি সরকারের পক্ষ থেকে সময় বৃদ্ধি করা হয়, তবে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখযোগ্য যে, সেন্টমার্টিন দ্বীপটির আয়তন ১৭ বর্গকিলোমিটার এবং এখানে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করে।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta