শাহিদের সাথে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কারিনা
একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিল কারিনা কাপুর ও শাহিদ কাপুর। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, তাদের পরিবারও মনে করেছিল এটি পরিণতির দিকে এগিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
বহুদিন ধরে তাদের বিচ্ছেদের আসল কারণ অজানা ছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা তার ব্যক্তিগত জীবনের সেই অধ্যায়ের কথা তুলে ধরেছেন। তিনি জানান, শাহিদ তার জন্য একজন ভালো বন্ধু ছিলেন, তবে তার ‘ইগো’ ছিল অত্যন্ত বড়, যা তাদের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করেছিল। তুচ্ছ বিষয়েও ঝগড়া হতো এবং ঝগড়া হলে শাহিদ আর কথা বলতেন না, কখনো কখনো রাতভর ফোনও করতেন না।
তবে কারিনা এটাও জানিয়েছেন যে, সময়ের সাথে শাহিদ অনেক পরিবর্তন হয়েছেন এবং হয়তো এখন তার আগের মতো ইগো নেই। উল্লেখ্য, সাইফ আলি খানের সাথে বিয়ে হওয়ার পর, কারিনা সাধারণত শাহিদ সম্পর্কে মন্তব্য করা এড়িয়ে চলেছেন। তবে এবার তিনি তার প্রাক্তন প্রেমিকের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র: দ্য ওয়াল
প্রকাশিত: | By Symul Kabir Pranta