প্রধান বিচারপতিকে অবমাননা: স্বরাষ্ট্রসচিবকে তলব করল হাইকোর্ট
বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা সংক্রান্ত ২ মার্চের সার্কুলার স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে, এই সার্কুলারের ব্যাখ্যা দেওয়ার জন্য সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে।
বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ বৃহস্পতিবার (৬ মার্চ) স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন। এ সময় হাইকোর্ট বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসলেও, সুপ্রিম কোর্টকে সব সময় অবমূল্যায়ন করা হয়। এটি কিসের আচরণ?
হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে প্রধান বিচারপতিও একই নিরাপত্তা প্রটোকল পাবেন।
২ মার্চ সরকার বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমান মর্যাদা দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার হাইকোর্টের ম্যানশন আইটেমে শুনানির জন্য উঠেছিল।
শুনানির সময় আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রায় অনুযায়ী, বিশিষ্ট ব্যক্তিদের মর্যাদা নির্ধারিত হয়েছে। এই রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি মুলতুবি রয়েছে। এই প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। শুনানি শেষে হাইকোর্ট ৩ মাসের জন্য প্রজ্ঞাপনটি স্থগিত করে দেন।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta