বিএমডিসিতে তালা মেরে দিনভর মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান
২০১৮-১৯ সেশনের এমবিবিএস শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি প্রফেশনাল পরীক্ষা নেওয়ার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার সকাল ৯টা থেকে ২০০-র বেশি শিক্ষার্থী বিএমডিসি অফিসের সামনে জড়ো হন। তারা জানান, বিএমডিসির প্রেসিডেন্ট না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্ট আমরা বৈষম্যহীন দেশ পেয়েছিলাম, তবে মেডিকেল সেক্টরের সংস্কার হয়নি। বিএমডিসির স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে ১৮-১৯ ব্যাচের শিক্ষার্থীরা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের অধিকার হওয়া সত্ত্বেও সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হচ্ছে না, ফলে ব্যাচমেটদের থেকে আলাদা করা হয়েছে এবং দেড় বছর সময় অপচয় হচ্ছে।
এক শিক্ষার্থী জানান, ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা গত নভেম্বরে তাদের প্রফেশনাল পরীক্ষা দিয়েছে। যারা অকৃতকার্য হয়েছে বা পরীক্ষায় বসতে পারেনি, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার কথা ছিল ছয় মাসের মধ্যে, অর্থাৎ পরবর্তী প্রফেশনাল পরীক্ষার আগেই। কিন্তু তা না হওয়ায় ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের সঙ্গে তাদের পরীক্ষা দিতে বলা হচ্ছে, যা তাদের এক বছর পিছিয়ে দেবে এবং ইন্টার্নশিপে সমস্যার সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, এই সমস্যা কেবল ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিনের অনীহা এর জন্য দায়ী। অথচ রাজশাহী ইতোমধ্যে পরীক্ষা নিয়েছে, সিলেটও পরীক্ষার রুটিন দিয়েছে এবং চট্টগ্রামেও পরীক্ষা হবে। শুধু ঢাকাতেই জটিলতা সৃষ্টি করা হচ্ছে।
এদিকে বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, ‘তাদের দাবি আইনের মধ্যে নেই।’ সমাধান কী জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার যা নির্ধারণ করবে, আমরা সেটাই করব।’
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta