শনিবার থেকে আন্দোলনে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
দুইটি দাবির ভিত্তিতে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষ থেকে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের ন্যায্য পদোন্নতি এবং বৈষম্য নিরসনের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরাম এবং বিভিন্ন চিকিৎসক সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।
এই কর্মসূচির মধ্যে চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন। তবে, জরুরি বিভাগের কর্মসূচির আওতায় থাকবে না, যাতে জরুরি চিকিৎসা পরিষেবা বিঘ্নিত না হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, যদি দাবির বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়া হয়, তবে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে।
দাবির মধ্যে রয়েছে—চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং এমবিবিএস ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি রক্ষা করতে পদোন্নতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকের দ্রুত পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃক্যাডার এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। এছাড়া, তৃতীয় গ্রেড প্রাপ্ত সকল যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় এবং প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করার দাবি জানানো হয়েছে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta