আদালতে সাদিক অ্যাগ্রোর মালিকের ভূয়সী প্রশংসা করলেন বিএনপির আইনজীবী
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার মন্তব্য করেছেন, ভারত থেকে গরু আসা বন্ধ হলে গরুর গোস্তের কেজি ৪ হাজার টাকায় কিনতে হতো।
এ কথা তিনি আজ মঙ্গলবার আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন শুনানিতে বলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে অর্থপাচার আইনের মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের পুলিশ পরিদর্শক ছায়েদুর রহমান ইমরান হোসেনকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
শুনানিতে আসামিপক্ষে মাসুদ আহমেদ তালুকদার বলেন, 'মামলার এজাহার পড়লাম, মানিলন্ডারিংয়ের অভিযোগের কোনো উল্লেখ নেই। তাঁর দুর্ভাগ্য হলেও গরুর সৌভাগ্য, কারণ ওই গরুর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি তুলেছিলেন।' তিনি বলেন, 'ইমরান হোসেন একজন সৎ ব্যবসায়ী, তিনি দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসা করে আসছেন।'
তিনি আরও বলেন, 'সামনে কোরবানি, ভারত থেকে গরু না এলে গরুর দাম কত হবে? গরুর গোস্তের কেজি ৪ হাজার টাকায় কিনতে হতো।'
মাসুদ আহমেদ তালুকদার জানান, 'ইমরান হোসেন ক্লিন হ্যান্ড ব্যক্তি, তাই তিনি দেশে ফিরেছেন। জামিনে তাঁর জন্য কোনো শর্ত থাকলে তা মেনে নেব।'
ঢাকা বারের বর্তমান অ্যাডহক সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, 'মামলায় কিছুই নেই, ইমরান হোসেনকে অপদস্ত, ক্ষতি ও সম্মানহানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে।'
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, 'মামলায় কিছু না কিছু থাকলে জামিন দিতেই হবে।'
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, 'এটি একটি আলোচিত মামলা এবং তদন্ত চলছে। জামিন দিলে তদন্ত বাধাগ্রস্ত হবে।'
শুনানির পর আদালত আদেশ অপেক্ষমাণ রাখে। পরে আদালত ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta