মৃত্যু পর্যন্ত আ.লীগের রাজনীতি করব না, আদালতকে কামাল মজুমদার
কারাগারে থাকার জন্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার আদালতের কাছে ডিজিটাল কোরআন শরীফ চেয়েছেন। কাফরুল থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার শুনানিতে এই আর্জি জানান তিনি। এছাড়া, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের দাবি করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
সোমবার (৩ মার্চ) সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা মঞ্জুর হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন এবং বিচারক তাকে কথা বলার অনুমতি দেন।
তিনি আদালতকে জানান, ‘আমার বয়স ৭৬ বছর। চোখের সমস্যায় ৭০ শতাংশ ক্ষতি হয়েছে। পরিবারের খবরও নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না। রাজনীতি থেকে পদত্যাগ করছি। এখন থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করছি।’
তিনি আরও বলেন, ‘কারাগারে ডায়াবেটিসের পরীক্ষার জন্য কোনো যন্ত্র বা ওষুধ দেয়া হচ্ছে না, কোরআন শরীফও দেয়া হয়নি। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, একের পর এক নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার ওপর এই নির্যাতন চালানো হচ্ছে। আল্লাহর কাছে ছাড়া কোনো উপায় নেই। আমি অনুরোধ করছি, ডায়াবেটিসের ওষুধ, ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়ার ব্যবস্থা করা হোক।’—এসব কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
বিচারক বলেন, ‘আপনার সব দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন।’ এরপর, বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনে গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্যবসায়ী আহসান হাবীব গত ২৩ ডিসেম্বর কাফরুল থানায় হত্যার মামলা দায়ের করেন, যেখানে কামাল মজুমদার ১০ নম্বর আসামি।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta