বিয়ের একদিন আগে ক্যাম্পাসে পৌঁছে জবি ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত শাখা ছাত্রলীগের এক নেতাকে বিয়ের ঠিক আগের দিন ক্যাম্পাসে আটক করে পুলিশে তুলে দিয়েছে ছাত্রদল কর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৩:৩০ মিনিটে তাকে আটক করা হয়।
আটক ছাত্রলীগ নেতার নাম শরিফুল ইসলাম সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ব্যাংকপাড়া এলাকায়।
দুপুর দেড়টায় রিটেক পরীক্ষার আবেদন করতে বিভাগে আসার সময় ছাত্রদল নেতাকর্মীরা খবর পেয়ে তাকে আটক করে। আটককালে ছাত্রদল ও সাজিদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ছাত্রদল নেতারা তাকে প্রক্টর অফিসে হস্তান্তর করেন।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান সজীব জানান, আমরা খবর পেয়ে তাকে আটকের সময় ধস্তাধস্তি হয়, কিন্তু তাকে কোন রকম আঘাত করা হয়নি, বরং শান্তিপূর্ণভাবে ধরে নিয়ে প্রক্টর অফিসে দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতারা বলেন, গতকাল ‘সাজিদ ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে ‘কয়েকজন নির্ভীক তরুণ কাল থেকে কাজ শুরু করবে’ এমন বর্ণনা দেয়া হয়।
আটক সাজিদ দাবি করেন, আইডিটি তার নয় এবং তিনি কখনো এমন পোস্ট করেননি। তিনি আরও জানান, আগামীকাল তার বিয়ে, এজন্য আজ রিটেক পরীক্ষার আবেদন করতে এসেছিলেন। তিনি জানালেন, কয়েকদিন আগে একটি মামলায় আটক হয়ে ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছেন।
প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, সাজিদের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থী ও এক গণমাধ্যমকর্মী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি রাতে শহীদ সাজিদ ভবনের সামনে ১৭তম ব্যাচের ছাত্রলীগ নেতা সাজিদের নেতৃত্বে ১২-১৫ জন তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়, এতে সাংবাদিকসহ ৮ জন গুরুতর আহত হন। তখন পরিস্থিতি খারাপ হওয়ায় তারা অভিযোগ করতে পারেননি, এখন ন্যায়বিচারের আশায় অভিযোগ দিচ্ছেন।
এক গণমাধ্যমকর্মী বলেন, সাজিদ ও তার সহযোগীরা তুচ্ছ ঘটনায় তাদের মারধর করেছে, ভিডিও তার কাছে রয়েছে এবং তিনি বিচারের জন্য অভিযোগ করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে সাজিদকে নিয়ে আমরা সব খতিয়ে দেখেছি। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে পুলিশের হাতে দিয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, বিশ্ববিদ্যালয় ও প্রক্টর অফিসের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta