যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষককে সাময়িক বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।
এ বিষয়ে শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত একটি অফিস আদেশে জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, আজিজুল ইসলামের বিরুদ্ধে তার বিভাগের শিক্ষার্থীরা যৌন হয়রানি, অশ্লীল আচরণ, ক্লাসরুমে পোষাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইমো ইত্যাদি মাধ্যমে অশ্লীল ভিডিও কল ও আপত্তিকর কথাবার্তা বলার অভিযোগ করেন। এসব কারণে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দেয়। এমনকি এই সংক্রান্ত খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অবস্থায় ৫ জুলাই থেকে তাকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তের সময় তিনি জীবনধারণ ভাতা পাবেন।
উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ তুলেছেন, যার মধ্যে রয়েছে বডি শেমিং, ভিডিও কল দেওয়া, ভিডিও কল না ধরলে পরীক্ষায় ফেল করানো, মার্ক দেওয়ার প্রলোভন দিয়ে কু প্রস্তাব ইত্যাদি। এসব অভিযোগ ২২ জুন বিভাগের সভাপতি বরাবর দাখিল করেন শিক্ষার্থীরা এবং পরবর্তীতে উপাচার্য বরাবরও লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং পূর্বে বিভাগ থেকেও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
প্রকাশিত: | By Symul Kabir Pranta