বর্ণাঢ্য অনুষ্ঠানে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আয়োজিত হয়েছে বর্ণাঢ্য পরিবেশে। রবিবার সকালে এই উপলক্ষে একটি শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রার উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ৭২ বছরের দীর্ঘ যাত্রায় বিশ্ববিদ্যালয় নানা অর্জন ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। যদিও অনেক সাফল্য অর্জিত হয়েছে, তবু অনেক অসম্পূর্ণতা রয়ে গেছে। তবে সব বাঁধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য কাজ অব্যাহত থাকবে।
শোভাযাত্রার পরে বৃক্ষরোপণ, সিনেট ভবনে আলোচনা সভা এবং রক্তের ফ্রি গ্রুপ শনাক্তকরণের কর্মসূচি পালিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে বলেন, এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।
১৯৫৩ সালের ৬ জুলাই, উত্তরের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক ইতরাত হোসেন জুবেরীকে প্রথম উপাচার্য নিয়োগ দিয়ে ১৬১ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ৭২ বছর ধরে এই প্রতিষ্ঠান অসংখ্য শহীদ শামসুজ্জোহাসহ নানা জ্ঞানী ও প্রতিভাবান ব্যক্তিত্বকে তৈরিতে অবদান রেখেছে। দেশের সংকটময় সময়ে অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাসও এই ক্যাম্পাসের গৌরবময় অংশ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta