বিএম কলেজের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবরোধ
বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থীরা শিক্ষক সংকটসহ পাঁচটি দাবিতে সপ্তাহব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। সোমবার দুপুরে এই পদক্ষেপ নেয়া হয় এবং তারা দাবি পূরণের জন্য আমরণ অনশনের হুমকি দেয়।
শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম দাফতরিক কাজে বরিশালের বাইরে থাকায়, অন্য শিক্ষকরা তাদের সঙ্গে আলোচনার জন্য ডেকেছিলেন। তবে, অধ্যক্ষ মঙ্গলবার ফেরার পর পুনরায় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া বলেন, মঙ্গলবার কলেজে ভর্তি ও পরীক্ষা কার্যক্রম চলবে, তবে তাদের দাবির সমাধান না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না।
শিক্ষার্থীদের মূল দাবিগুলো হল: বহুতল হল নির্মাণ, আধুনিক লাইব্রেরি ও অডিটোরিয়াম স্থাপন, কলেজ গেটের আধুনিকায়ন, জলাবদ্ধতা দূরীকরণে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি, এবং পরিবহন ও শিক্ষক সংকট সমাধান।
শিক্ষার্থীরা এর আগে স্মারকলিপি পেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেছে। তারা বলেন, ১৩৬ বছরের ঐতিহ্যবাহী এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হয়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর গণঅভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বর্তমানে কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়ালেখা করলেও, মাত্র ৫ শতাংশ শিক্ষার্থীর জন্য হল সুবিধা রয়েছে। শিক্ষার্থীরা একটি মানসম্মত শিক্ষা পরিবেশের জন্য দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা শীঘ্রই অধ্যক্ষের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেবেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta