২০৩১ সালে চাঁদে আঘাত করতে পারে বিরল গ্রহাণু
বিশ্বব্যাপী একটি বিরল গ্রহাণুর নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 'ওয়াইআর৪' নামক গ্রহাণুটি বর্তমানে অনেক আলোচনা তৈরি করেছে, কারণ এটি চাঁদের ওপর আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাসা জানিয়েছে, ২০৩১ সালে এই গ্রহাণুটি চাঁদে আঘাত হানতে পারে। যদিও এই সম্ভাবনা এখনও খুব কম—মাত্র ৪.৩ শতাংশ, তবে বিজ্ঞানীরা এটিকে মহাকাশের একটি বিরল ঘটনা হিসেবে বিবেচনা করছেন।
নাসার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি স্বয়ংক্রিয় গ্রহাণু পর্যবেক্ষণ সিস্টেম প্রথম এই গ্রহাণুটিকে শনাক্ত করে। এর আগে এটি পৃথিবীর কাছাকাছি অবস্থান করেছিল। প্রতি চার বছর পর পর এটি সূর্যকে প্রদক্ষিণ করে।
২০২৫ সালের মে মাসে ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ এর মাধ্যমে এই গ্রহাণু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা জানান, গ্রহাণুটির দৈর্ঘ্য প্রায় ১৭৪ থেকে ২২০ ফুট, যা একটি ১০ তলা ভবনের সমান উঁচু।
নাসার 'সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ' জানায়, ফেব্রুয়ারিতে চাঁদে আঘাতের সম্ভাবনা ছিল মাত্র ১.৭ শতাংশ। এরপর এপ্রিল মাসে তা বেড়ে ৩.৮ শতাংশে দাঁড়ায়, এবং বর্তমানে তা আরও বেড়ে ৪.৩ শতাংশে পৌঁছেছে।
যদি এই গ্রহাণুটি চাঁদের ওপর আঘাত হানে, তবে এটি বিজ্ঞানীদের জন্য একটি বিরল গবেষণার সুযোগ হয়ে দাঁড়াবে। এই ঘটনাটি চাঁদের ওপর একটি বড় ধরনের সংঘর্ষের পর্যবেক্ষণ করতে সক্ষম হবে, যা চাঁদের গঠন এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে নতুন তথ্য দিতে পারে।
বর্তমানে ওয়াইআর৪ গ্রহাণুটি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে, তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এটি ২০২৮ সালের ডিসেম্বর মাসে পৃথিবীর দিকে ফিরে আসতে পারে।
নাসা জানিয়েছে, এ ধরনের মহাকাশীয় ঘটনা এক হাজার বছরে একবারই ঘটে থাকে। এজন্য গ্রহাণু ওয়াইআর৪ বিজ্ঞানীদের পাশাপাশি পৃথিবীজুড়ে সমগ্র মানুষের নজর আকর্ষণ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta