ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমেছে, আজ থেকেই কার্যকর
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্ত আজ ১ জুলাই, মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আইএসপিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কোন আইএসপি ৫ এমবিপিএস প্যাকেজ দেয় না, বরং গড়ে ১০ এমবিপিএস প্যাকেজ প্রদান করছে। সেই অনুযায়ী ৫০০ টাকায় প্যাকেজ দেওয়া শুরু করবে তারা।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “বাংলাদেশের ইন্টারনেট সেবার মান আরও উন্নত করতে আমরা কাজ করছি। যদি সরকার সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এবং রাজস্ব ভাগাভাগি প্রত্যাহার করে নেয়, তবে পরবর্তীতে আইএসপিগুলো গ্রাহককে ২০ এমবিপিএস ব্যান্ডউইথ দিতে পারবে।”
তিনি আরো বলেন, “অধিকাংশ গ্রাহক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না, যা তারা সরকারী কোষাগারে জমা দিবে।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta