হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে ডকুমেন্ট
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি কার্যকর ফিচার—‘স্ক্যান ডকুমেন্ট’। এখন ব্যবহারকারীরা সরাসরি মোবাইলের ক্যামেরা ব্যবহার করে গুরুত্বপূর্ণ নথিপত্র স্ক্যান করতে পারবেন এবং তা পাঠাতে পারবেন, কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।
এখন হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ আদান-প্রদান নয়, অফিসিয়াল ফাইল শেয়ারিং, মিটিং আয়োজন এবং চ্যানেল ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে। অনেক সময় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে হয়, কিন্তু স্ক্যানার না থাকলে তা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধান হিসেবে এসেছে নতুন এই সুবিধা।
হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে ‘স্ক্যান ডকুমেন্ট’ নামের এই নতুন ফিচার যুক্ত হয়েছে। এতে ট্যাপ করলেই ক্যামেরা চালু হবে এবং সেখান থেকেই ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে। নতুন এই ফিচারে দুটি মোড রয়েছে: ম্যানুয়াল এবং অটো। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী ছবি তোলার সময় নির্ধারণ করতে পারবেন, আর অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজেই ডকুমেন্ট শনাক্ত করে স্ক্যান করে ফেলবে এবং তাৎক্ষণিকভাবে পিডিএফ ফরম্যাটে তৈরি করবে।
বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের (২.২৫.১৮.২৯) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে আইওএস ব্যবহারকারীরা কয়েক মাস আগে থেকেই এটি ব্যবহার করতে পারছেন। অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জানিয়েছেন, তারা গুগল প্লে স্টোর থেকে সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণ ডাউনলোড করে এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
নতুন এই স্ক্যানিং ফিচারটি অ্যাটাচমেন্ট মেনুতে ‘ব্রাউজ ডকুমেন্ট’ এবং ‘চুজ ফ্রম গ্যালারি’র পাশাপাশি যুক্ত হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, এটি ব্যবহারকারীদের কাজ আরও সহজ এবং দ্রুত করবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta