বিএনপির জাতীয় ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশনের সামনে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, যেখানে দলটি রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা মানে না। বিএনপি জানিয়েছে, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, তবে এক বছর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তাদের কোন আপত্তি নেই। এছাড়া, অর্থবিল, সংবিধান সংশোধন, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সম্পর্কিত বিল বাদে সংসদ সদস্যরা তাদের দলীয় বিরোধিতায় ভোট দিতে পারবেন বলে বিএনপি প্রস্তাব করেছে।এছাড়া, পঞ্চদশ সংশোধনীসহ সংশোধনীর বিষয়ে বিএনপি পূর্বের অবস্থানে থাকার পক্ষেই। দলের মতে, রাষ্ট্রের নাম পরিবর্তন করা উচিত নয়। তারা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিষয়ে একমত হয়েছে এবং ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করতেও সমর্থন জানানো হয়েছে।
গতকাল দ্বিতীয় দফার আলোচনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান যে, বৈঠকটি প্রায় সাত ঘণ্টা স্থায়ী ছিল এবং আগামী মঙ্গলবার নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে নজরুল ইসলাম খান মন্তব্য করেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি এবং বেশ কিছু বিষয়ে আমরা সমঝোতায় পৌঁছেছি।’
পরে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রের নাম পরিবর্তন করার কোনো কারণ নেই। দীর্ঘ ৫৪ বছরের অভ্যাসের মাধ্যমে জনগণ এটি গ্রহণ করেছে। এটা জনগণের শাসনের প্রতীক।’ তিনি আরও জানান, সরকারপ্রধান ও পার্টিপ্রধান একই ব্যক্তি হওয়া নিয়ে বিএনপির দ্বিমত রয়েছে।তিনি বলেন, ‘লিডার অব দ্য হাউস কাকে হবে তা রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে।’ এছাড়া, রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য নতুন আইন প্রণয়নের পক্ষে বিএনপি মত প্রকাশ করেছে।বিএনপি আরও বলেছে যে, নারীদের আসন সংখ্যা ৫০ থেকে ১০০-এ উন্নীত করা হবে, তবে তা বিদ্যমান পদ্ধতিতে মনোনীত হবে।
এদিকে, সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নারী আসনসংখ্যা বাড়ানোর জন্য পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা করা হবে। তবে বর্তমানে আমরা বিদ্যমান পদ্ধতিকে যথাযথ মনে করছি।’ তিনি আরও জানান, ন্যূনতম বয়স ২১ হওয়ার বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে।তিনি বলেন, ‘এখানে কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদে বিরোধী দল থেকে লোক নির্বাচন করা যাবে, তবে কিছু বিষয় সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে।’এদিকে, সুষ্ঠু নির্বাচন ও নতুন সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদ।
বৈঠকের শুরুতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগকে সিরিয়াসলি সহযোগিতা করছি এবং সব বিষয়ে স্বচ্ছতা বজায় রেখে কাজ করছি।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta