জবি ছাত্রী হলের ফি কমানোর দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রাবাস 'বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল' এর ফি কমানোর দাবিসহ চারটি দাবি নিয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্য দপ্তরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে, হলের প্রাধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা তাদের চারটি দাবি বাস্তবায়নের জন্য।
এই সময় শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দেন যেমন- 'আমার বোন মিছিল করে, প্রশাসন কি করে', 'আমার বোন কষ্ট করে, প্রশাসন কি করে', 'হলের মেয়েরা কষ্ট করে, প্রশাসন কি করে', 'প্রশাসন প্রশাসন, লজ্জা লজ্জা', 'ভিসি স্যার কই গেলো, লজ্জা লজ্জা', 'হল ফি কমাতে হবে, কমাতে হবে কমাতে হবে', 'আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে'।
শিক্ষার্থীরা জানান, 'আজ তিন বছর হয়ে গেছে হলের ওয়াইফাই সমস্যা, খাবারের মানে ত্রুটি, মেডিকেল সেন্টারও নেই। অন্য বিশ্ববিদ্যালয়ের হলে যেখানে নামমাত্র ফি নেয়া হয়, সেখানে আমাদের কম সুবিধা দিয়েও বেশি ফি আদায় করা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই।'
তারা আরও বলেন, 'হল প্রভোস্টকে বললে তিনি বলেন- 'আমি কিছু জানি না, সবকিছু আইসিটি সেলের পরিচালক ও প্রশাসন জানে।' ওয়াইফাই সমস্যার সমাধান ১৫ দিনে করার কথা বললেও দুই-তিন বছর পেরিয়ে গেলেও কোনো সমাধান হয়নি।'
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. হলের ফি ৩ হাজার ৪০০ টাকা থেকে অর্ধেক কমাতে হবে। ২. খাবারের মান উন্নত করা এবং আলাদা ডাইনিং চালু করতে হবে। ৩. মেডিকেল সেন্টার চালু করে ছাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। ৪. দ্রুত সময়ের মধ্যে উন্নত ওয়াইফাই নেটওয়ার্কের ব্যবস্থা করতে হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta