আয়নাঘরে কেউ না থাকলে আমার বাবা-চাচ্চুরা কোথায়?
‘আমরা কোনো বিচার পাচ্ছি না। ৫ আগস্টের পর আমাদের এমন পরিস্থিতিতে দাঁড়ানোর কথা ছিল না। আমাদের জন্য এই দেশ স্বাধীন হয়নি। আমাদের বাবারা ফিরিয়ে দেওয়া হয়নি। এখনো কেন আমাদের এভাবে দাঁড়াতে হয়? আয়নাঘরে কোনো মানুষ নেই, তাহলে সেই মানুষগুলো কোথায়? আমাদের বাবা-চাচারা কোথায়? তাদের এভাবে মারা যেতে পারে না।’
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে (হাই কোর্টের মাজার গেট) ‘মায়ের ডাক’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে কাঁদতে কাঁদতে এই কথা বলছিল গুমের শিকার বংশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম হৃদি। ২০১৩ সালের ২ ডিসেম্বর রাজধানী শাহবাগ থেকে পারভেজ হোসেন নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল মাত্র দুই বছর। সেই ছোট্ট মেয়েটির এখন বয়স প্রায় ১৪ বছর। কিন্তু এখনো বাবাকে খুঁজে পায়নি।‘বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে যুক্ত বিভিন্ন বাহিনীর অভিযুক্ত কর্মকর্তা এবং ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের গ্রেপ্তার ও বিচারের’ দাবিতে এই অবস্থান কর্মসূচি আয়োজন করেছে মায়ের ডাক। কর্মসূচিতে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার ও গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচি শেষে হাই কোর্টের মাজার গেটে চিফ প্রসিকিউটরের প্রতিনিধির কাছে তিন দফা দাবির স্মারকলিপি তুলে দেয় মায়ের ডাক। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নিজেও গুমের শিকার হয়েছেন বলে জানান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, বাংলাদেশে যত গুম ও খুন হয়েছে, তার সবই ভারতের নির্দেশনায় হয়েছে। ভিন্নমত দমন এবং হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতের সমস্ত চেষ্টা রয়েছে। এর অংশ হিসেবে প্রতিবাদী ও বিপ্লবীদের গুম ও খুন করা হয়েছে। কিছু কিছু ব্যক্তিকে দুই-তিন বছর গুম রেখে পরে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিচার নিয়ে কোনো ধরনের বিলম্ব আমরা মেনে নেব না। আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হাজার হাজার ভাই গুম এবং বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর পেছনে অনেক বড় একটি হাত ছিল, অনেক মানুষের যোগসাজশ ছিল। অভিযুক্ত বাহিনীর কর্মকর্তাদের গ্রেপ্তার করতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজ আট মাস পরেও কয়জন অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে? যুদ্ধ একদিনই হলে আবারও যুদ্ধ হবে। মায়ের ডাকের আরেক সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, হিউম্যান রাইটস সোসাইটির সদস্য সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মাহবুব প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta