শেরপুরে ধানক্ষেত থেকে উদ্ধার অটোরিকশাচালকের মৃতদেহ
শেরপুর সদর উপজেলার তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি আব্দুল লতিফ, যিনি শেরপুর সদরের কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মালেকের পুত্র। পেশায় তিনি অটোরিকশা চালাতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ এপ্রিল) সকালে তাতালপুর এলাকার ধানক্ষেতে অজ্ঞাত একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
পরবর্তীতে পুলিশের অনুসন্ধানে নিহতের পরিচয় জানা যায়। তিনি কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হয় পুলিশ।
শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta