জুলাই মাসের গণঅভ্যুত্থান
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি দীর্ঘ ৩৩ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। রোববার (২০ এপ্রিল) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন কর্তৃক একটি চিঠির মাধ্যমে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, বিএনপির ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি মো. আলী হোসেন, আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, যা দলের ইমেজকে বড় ধরনের ক্ষতি করেছে।
চিঠির মধ্যে আরও বলা হয়, আপনার দলীয় আদর্শের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার কারণে ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি পদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আপনাকে বহিষ্কার করা হলো।
এর আগে ১১ এপ্রিল, আলী হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন, ইসলামী জামায়াতের ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে। এই সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি এবং ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে আলী হোসেনকে জামায়াতের কিছু বইও প্রদান করা হয়, যা ইসলামপুর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ড. সামিউল হক ফারুকী তুলে দেন।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, আলী হোসেন অন্তত ৩৫ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে চার নম্বর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক জীবনের শুরুর দিকে, আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, তিনি জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি সুলতান মাহমুদ বাবুর এপিএসও ছিলেন।
বহিষ্কারের বিষয়টি নিয়ে আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন গণমাধ্যমে জানান, আদর্শ পরিবর্তন করে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়া দলের শৃঙ্খলার বিরুদ্ধে কাজ। এ কারণে কেন্দ্রীয় এবং বিভাগীয় নির্দেশনা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta