রাজবাড়ীতে বজ্রাঘাতে একজন কৃষকের প্রাণহানি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে কামাল শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল শেখ খালকুলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবু সাইদ শেখের ছেলে।
ঘটনার সময় কামালের ফুফাতো ভাই রাজু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল শিকদার জানান, সকাল বেলায় খালকুলা গ্রামে পাটক্ষেতে কাজ করছিলেন কামাল ও রাজু। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা ঘরে ফেরার চেষ্টা করেন। বাড়ির কাছে পৌঁছানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয় এবং রাজু আহত হন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামালউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta