উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান
রোমে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ওমানের মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। উভয় দেশই আলোচনা নিয়ে গুরুত্ব দেখালেও সন্দেহ ও অবিশ্বাসের পরিবেশ এখনও বিদ্যমান।
ইরানি পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাগচি ইতালির রাজধানী রোমে পৌঁছান এবং আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফও অংশ নেন। এর আগে মাস্কটে প্রথম পর্বের পরোক্ষ আলোচনা হয়েছিল, যা ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে আসার পর এটি ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা।
ইরান বারবার বলছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।
আলোচনার আগের দিন মস্কোতে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আমরা প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা আন্তরিকতার ইঙ্গিত পেয়েছি, তবে তাদের আসল উদ্দেশ্য নিয়ে এখনও সন্দেহ রয়েছে।
তবে, ইরান পুরোপুরি এই আলোচনা থেকে সরে যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইস্মাইল বাকায়ি বলেন, এই পথ সহজ নয়, তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা সব পদক্ষেপ সতর্কতার সাথে নেব।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে বলেন, ইরান বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে।
বর্তমানে ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তির শর্ত অনুযায়ী ৩.৬৭ শতাংশের চেয়ে অনেক বেশি। তবে এটি এখনও অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত নয় (৯০ শতাংশ)।
ইরান দাবি করছে, তাদের শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে, যা কোনো আলোচনা বিষয় নয়। তবে যুক্তরাষ্ট্র এই কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি করছে।
ইরান জানিয়ে দিয়েছে, আলোচনা শুধুমাত্র পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে আলোচনা গ্রহণযোগ্য নয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল জানিয়েছে, তারা ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta