জাপানে ৭ ডলার চুরির জন্য শাস্তি ৮৪ হাজার ডলার
মাত্র ৭ ডলার চুরির কারণে জাপানের এক বাসচালককে ৮৪ হাজার ডলারের বিশাল শাস্তি ভোগ করতে হয়েছে। চুরির অভিযোগে তার সমস্ত অবসর ভাতা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বাসচালকের অবসর ভাতা বাতিলের রায় বজায় রেখেছে। খবর এএফপির।
ওই বাসচালক ২৯ বছর ধরে একটি বেসরকারি পরিবহন সংস্থায় কাজ করছিলেন।
২০২২ সালে কিয়োটো শহরে বাসের ভাড়ার টাকার মধ্যে থেকে মাত্র এক হাজার ইয়েন (প্রায় ৭ ডলার) চুরি করার দৃশ্য বাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর কিয়োটো শহরের প্রশাসন তাকে বরখাস্ত করে।
এছাড়া, তাকে তার অবসরকালীন এক কোটি ২০ লাখ ইয়েনেরও বেশি (৮৪ হাজার ডলার) অর্থ প্রদান না করার সিদ্ধান্তও নেয় কর্তৃপক্ষ।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাসচালক সুপ্রিম কোর্টে আবেদন করেন।
তবে শেষ পর্যন্ত তিনি আদালতে পরাজিত হন। এর ফলে তিনি তার অবসরকালীন ভাতার টাকা আর পাবেন না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta