গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এবং অর্থ সম্পাদক জহির আহমেদ।
স্বাগত বক্তব্য দেন গুইমারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন- গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপ, নবগঠিত কমিটির সহ-সভাপতি এস. এম. মিলন ও শেখ মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক মাহবুব আলী, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ।
বক্তারা তাদের বক্তৃতায় আগামী নির্বাচনে জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করার জন্য কাজ করার দৃঢ় সংকল্প প্রকাশ করেন। এছাড়া নবগঠিত কমিটির নেতৃত্বে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভার শেষে গুইমারা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রধান অতিথি প্রকাশ করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta