ইন্টারনেট বন্ধের কালা আইন বাতিল হবে: ফয়েজ আহমেদ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন যে, ইন্টারনেট বন্ধ করার সব কালাকানুন বাতিল করা হবে।
শনিবার (১৯ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমেদ তৈয়্যব উল্লেখ করেন, ইন্টারনেট বন্ধের কালাকানুন বাতিল করা হবে। তিনি বলেন, অতীতে ইন্টারনেট বন্ধের কারণে ফ্রিল্যান্সাররা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং বিনিয়োগে সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বিশ্বকে দেখাতে হবে যে, ইন্টারনেট আর বন্ধ করা হবে না এবং এটি বিনিয়োগকারীদের কাছে নিশ্চিত করতে হবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, তারা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়েছে যে, আইনে ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ না থাকা উচিত।
গোলটেবিল আলোচনায় মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তা, প্রযুক্তিবিদ এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta