পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় কিছু শহরে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্পটি আঘাত করে, যার মাত্রা ছিল ৫.৯। তবে, এতে তৎক্ষণাৎ কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এবং এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।
রাষ্ট্র পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) জানায়, ভূমিকম্পটি সকাল ১১টা ৪৮ মিনিটে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, হরিপুর, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ, মুজাফফরাবাদসহ আরও কিছু শহরে অনুভূত হয়েছে।
এপিপির তথ্য অনুযায়ী, ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কিত জনগণ ঘরবাড়ি থেকে বেরিয়ে কুরআনের আয়াত পড়তে শুরু করে।
এখন পর্যন্ত দেশটির কোথাও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলোর মধ্যে একটি ছিল ২০০৫ সালের কাশ্মীর ভূমিকম্প, যার মাত্রা ছিল ৭.৬ এবং এতে ৮৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
২০১৩ সালে, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ৮০০ জনেরও বেশি মানুষ মারা যায় এবং একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta