ভিয়েতনাম থেকে এসেছে ১২,৫০০ টন চাল
ভিয়েতনাম থেকে ১২,৫০০ টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি করা জিটুজি চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। ওই চুক্তির মধ্যে এক লাখ টন আতপ চাল আনার কথা ছিল। এর মধ্যে ৭২,৭০০ টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম শীঘ্রই শুরু হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta