আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, যদি আওয়ামী লীগের কার্যক্রম এবং ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো নিষ্ক্রিয়তা প্রদর্শন করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ দুপুরে রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা (বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল পুলিশ সদস্যদের থাকার পরিবেশ পরিদর্শন করা।
তিনি বলেন, "পরিদর্শনকালে আমি দেখেছি, তাদের থাকার পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। এটি উন্নত করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, এবং তাই আমরা সরেজমিনে পরিদর্শন করছি। পুলিশ সদস্যদের থাকার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "রাজধানীর প্রতিটি থানা নিজেদের ভবনে স্থানান্তরিত হবে, যাতে জনদুর্ভোগ কমানো যায় এবং সেবা মান উন্নত হয়। এ জন্য অর্থ সংস্থানের চেষ্টা চলছে।"
তিনি আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা তাদের নিজস্ব জায়গায় স্থানান্তরিত হবে এবং পরবর্তীতে অন্যান্য থানাও একইভাবে স্থানান্তরিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করার জন্য পুলিশকে আগেই নির্দেশনা দেয়া হয়েছে।"
এ সময় তিনি পুলিশ সদস্যদের সঠিক তথ্য প্রচারের জন্য সংশ্লিষ্ট ওসিদের নির্দেশ দেন এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখার উপর গুরুত্ব দেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটছে এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে।"
তিনি বলেন, "১৮ কোটি মানুষের দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহজ নয়, তবে সময়ের সঙ্গে পরিস্থিতি আরও উন্নত হবে।"
এ সময় তিনি পুলিশকে সতর্ক করে বলেন, "আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা কার্যক্রমের বিরুদ্ধে কোন নিষ্ক্রিয়তা দেখা গেলে, তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
পরে উপদেষ্টা পল্লবী থানা পরিদর্শন করেন। - বাসস
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta