মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা, জীবন রক্ষায় গুলি করলেন যাত্রী
এক ব্যক্তি ছুরি হাতে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন। এ সময় তিনজন যাত্রীকে ছুরিকাঘাত করে তিনি। পরিস্থিতি বেগতিক দেখে এক যাত্রী প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে এসে হামলাকারীকে গুলি করে আহত করেন।
এই ঘটনা ঘটে মধ্য আমেরিকার বেলিজে, সান পেড্রো যাওয়ার একটি ফ্লাইটে। বিমানে তখন ১৪ জন যাত্রী ছিলেন। বিমান ছিনতাইয়ের চেষ্টা হলে বিমানের ভেতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। হামলাকারী ব্যক্তির বয়স আনুমানিক ৪৯ বছর। বেলিজ পুলিশের কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্তের নাম জানা না গেলেও পরে তদন্তে তার নাম ধরা পড়ে, তিনি আকিনিয়েলা সাওয়া টেলর, একজন মার্কিন নাগরিক।
তবে, এই ব্যক্তি কীভাবে বিমানে ছুরি নিয়ে উঠেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
‘নিউ ইয়র্ক পোস্ট’ এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ট্রপিক এয়ারলাইন্সের ‘ভি৩এইচআইজি’ বিমান করোজাল থেকে বেলিজ সিটির উদ্দেশে যাত্রা শুরু করে। বিমানটি ওই পথে নিয়মিত চলাচল করে। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ৪৯ বছর বয়সী এক পুরুষ সহযাত্রীদের ওপর ছুরি নিয়ে আক্রমণ চালায় এবং বিমানচালককে হুমকি দেয়। তখনই এক সাহসী যাত্রী হামলাকারীকে লক্ষ্য করে গুলি করেন। হামলাকারীর মৃত্যু হয়।
‘আরটি.কম’ এর খবর অনুযায়ী, হামলাকারী আরও জ্বালানি ভর্তি করার এবং তাকে দেশ থেকে বের করে নেওয়ার দাবি করেছিলেন। পুলিশ কমিশনার ওই সাহসী যাত্রীকে 'নায়ক' বলে অভিহিত করেছেন, কারণ তার তৎপরতায় বিমানটির যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন, এনবিসি নিউজ, এনডিটিভি
প্রকাশিত: | By Symul Kabir Pranta