থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন।
এই ধারাবাহিকতায় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ বিমানবন্দর থানাটি পরিদর্শন করেছেন।
শনিবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি বিমানবন্দর থানা পরিদর্শনে যান।
এই দিনেই স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের চারটি থানা পরিদর্শন করবেন। এসব থানার মধ্যে রয়েছে— বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ এবং উত্তরা পূর্ব থানা।
থানা পরিদর্শনের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান নিশ্চিত করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta