রান্নার আগুনের কারণে নৌকাডুবি, কঙ্গোয় নিহত ১৪৮
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডি আর কঙ্গো) একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৪৮ জনের প্রাণহানি হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি বৃহস্পতিবার কঙ্গো নদীর উত্তর-পশ্চিমাঞ্চলে ঘটেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন, যার মধ্যে নারী ও শিশু ছিল। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানান, "এইচ বি কঙ্গোলো" নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাত্রা করছিল। এমবানদাকা এলাকায় পৌঁছানোর পর নৌকায় আগুন লেগে যায় এবং দ্রুত সেটি ডুবে যায়।
এখন পর্যন্ত নৌকা থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেক আহত যাত্রীর শরীরে আগুনে পোড়া ক্ষত রয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কঙ্গো নদী পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কম্পেটেন্ট লোয়োকো জানান, নৌকার ডেকে এক নারী রান্না করছিলেন, এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
ডি আর কঙ্গোতে এ ধরনের নৌকাডুবি খুবই সাধারণ ঘটনা নয়। দেশটির বেশিরভাগ নৌকা পুরনো ও ত্রুটিপূর্ণ, এবং অতিরিক্ত যাত্রী ও মালপত্র নিয়ে চলাচল করার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
২০২৪ সালে কঙ্গোর পূর্বাঞ্চলের কিভু হ্রদে নৌকাডুবিতে ৭৮ জন এবং ডিসেম্বরে পশ্চিমাঞ্চলের নদীতে আরও একটি নৌকাডুবিতে ২২ জন প্রাণ হারান।
সূত্র: এপি
প্রকাশিত: | By Symul Kabir Pranta