এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ পদত্যাগ করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া তার পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তিনি দলের অস্থায়ী কার্যালয়ে দপ্তর সেলে পদত্যাগপত্রটি জমা দেন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। গত ১৭ এপ্রিল রাতে দপ্তর সেলে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তবে, এনসিপি এখনও আনুষ্ঠানিকভাবে রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
এদিকে, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট করেন রাফিদ।
পোস্টে তিনি লেখেন, ‘এয়ারপোর্টে যে মিছিল হয়েছে, সেটার পেছনে অন্তত গত ৩ মাস ধরে কাজ করা হচ্ছে। এই মিছিলগুলো যাতে না হতে পারে, সে জন্য আমরা অনেক প্রচেষ্টা চালাচ্ছিলাম। রাতে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে চিহ্নিত করা, উত্তরায় কোথায় থাকে, ফান্ডিং কে দেয়—সবই বের করা হচ্ছে।’
‘কিন্তু তাদের বিপক্ষে কিছু করা সম্ভব হয়নি। প্রশাসন তো সহায়তা করছে না—এটা একটি বড় সমস্যা। তবে প্রশাসন যাতে কাজ করতে না পারে, সে জন্য উত্তরবঙ্গের দুই নেতা (একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট) সক্রিয়ভাবে কাজ করছে। তারা স্থানীয় ছাপড়িদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে, আর সেই টাকা দিয়ে গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালাচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘গতকাল ওই ছাপড়ি গ্যাংয়ের একজন ব্যবসায়ীকে অপহরণ করে ধরা পড়লে, ঠিকই তদবির করতে দুই নেতার নাম ভাঙিয়ে কল করেছে বাগছাসের এক নেতা।’
রাফিদ মন্তব্য করেন, এটাই বাস্তবতা। ‘রাজনীতি করতে টাকা প্রয়োজন’, ‘এদের একটা রাজনৈতিক প্রতিষ্ঠা রয়েছে, সেটাই ধরতে হবে’, ‘ব্যবসায়ী তো সবার সাথেই ভালো সম্পর্ক গড়বে’, এমন ধরনের মন্তব্য করে আওয়ামী লীগের কাছে তাদের প্রচারণার জন্য সহায়তা চাওয়া হবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta